মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ীর সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
গত রবিবার গভীর রাতে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা এলাকায় জমি দখল করে রাস্তা নির্মার্ণের অভিযোগ উঠে ঐ এলাকার মনির মাঝিগংয়ের বিরুদ্ধে। এব্যাপারে জমির মালিক দেলোয়ার হোসেন খান বাদী হয়ে মনির মাঝিসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী দেলোয়ার খান এর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী নিজাম মাঝির ছেলে মনির মাঝি,জসিম উদ্দিনের স্ত্রী বন্যা আক্তার,মৃত নিজাম মাঝির স্ত্রী মিনু বেগম ও মৃত চান্দু মোল্লার ছেলে আইউব আলী মোল্লার সাথে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত রোববার গভীর রাতে মনির মাঝিগং শ্রমিক নিয়ে ভুক্তভোগীর জমি জবর দখল করে মাটি কেটে একটি রাস্তা নির্মান করে। সকালে ঘুম হতে উঠে ভুক্তভোগী তার জমিতে রাস্তা দেখতে পেয়ে মনির মাঝি গংয়ের কাছে জানতে চাইলে মনিরগং কিছু জানে না বলে জানায়। পরে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানালে তিনি নিরব ভূমিকা পালন করে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যানকে ঘটনা জানালে তিনি সীমানা হতে মাটি কেটে তৈরি করা রাস্তা ভেঙ্গে দেওয়ার কথা বলেন।
জমি দখল করে রাস্তা নির্মাণের ব্যাপারে মনির মাঝির কাছে জানতে চাইলে তিনি বলেন, কবুতরখোলা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকার পরিবারসহ আমরা কয়েকটি পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা ও বাড়ীর মানুষ রাস্তার অভাবে বাড়ি থেকে বের হতে পারি না। তাদের অনেকবার রাস্তার জন্য বলা হইছে তারা রাস্তা দিবে না বলে জানিয়ে দেয়।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম এর কাছে জানতে তার ব্যহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বারেক খান বারি বলেন, ওরা বাড়ি থেকে বের হওয়ার জন্য দুপায়ের একটি করেছিল। পরে শুনেছি দেলোয়ার খান সে রাস্তা আবার কেটে ফেলছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।