ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগরে ইদুঁর নিধনে কৃষকের বন্ধু কয়র্কীত্তনের বাবুল শেখ 

 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেশিরভাগ জমির  উৎপাদিত ফসল এবং খাদ্য শস্য ধ্বংস করছে ইঁদুর। ক্ষতিকারক সেই ইঁদুর নিধন করে কৃষকদের পরম বন্ধু হয়ে উঠেছেন বাবুল শেখ নামে এক কৃষক। তার  কলা কৌশলের মাধ্যমে ইঁদুর নিধন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।  গত ১ বছরের তিনি পাঁচ শতাধিকের বেশী  ইঁদুর নিধন করেছেন। কৃষক বন্ধু বাবুল শেখ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কয়র্কীত্তন গ্রামের আক্তার শেখের ছেলে।

 বাবুল শেখ জানান, গত এক বছর পূর্বে তিনি বিদেশ থেকে ফেরত আসেন। দেশের আসার পর কি করবে ভেবে পাচ্ছিছিল না। এসময় তার বন্ধু টিপু বলে, বন্ধু আমার সাথে ধান চাষাবাদ কর। এর পর বন্ধুর সাথে ধান চাষাবাদ শুরু করেন তিনি। ধান চাসাবাদ শুরু করেন দেখেন ধানের বীজতলায় প্রচুর ইঁদুরে হালি ধান কেটে নষ্ট করে ফেলছে। তখন তিনি বাজার থেকে ইঁদুর মারা প্রায় ২৫ টি খাঁচা কিনে ক্রয় করেন এবং খাঁচার মধ্যে প্রতিদিন ৫০-৬০ টাকার কেক,বিস্কুট দিয়ে ধানের বীজতলায় কাঁচা পেতে রেখে ইঁদুর নিধন করেন আসছেন। এভাবে প্রায় পাঁচ শতাধিকের উপরে ইঁদুর নিধন করেছেন তিনি। প্রথম প্রথম ইঁদুরে লেজ কেকে রেখে দিতেন। পরে দেখেন লেজে পিঁপড়া ধরে এবং কাকে নিয়ে যায়। এর পর থেকে তিনি লেজ সংগ্রহ করা বন্ধ করে দেয়। বর্তমানে অন্যান্য কৃষকরা যেখানেই ইঁদুর দেখে সেখানে ইঁঁদুর নিধন করার জন্য

তাকে খবর দিচ্ছেন সে সেখানেই ছুটে যাচ্ছেন। ইঁদুরের কবল থেকে ফসল রক্ষার জন্য তিনি সব সময় কৃষকের পাশে থেকে কাজ করছেন।

 

জানা যায়, বাবুল শেখ মাঠ পর্যায়ের একজন আদর্শ কৃষক। তিনি মৌসুম অনুযায়ী সব সময় জমিতে নানা জাতের ধান আবাদ করছেন। কিন্তু তিনি দেখতে পান প্রতি বছর তারসহ অন্যান্য কৃষকের ফসল ইঁদুর কেটে নষ্ট করছে। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। চোখের সামনে ফসল কেটে ইঁদুর নষ্ট করে ক্ষতি করছে কিন্তু  কিছুই করতে পারছেন না। এরপর তিনি খাঁচা কিনে ইঁদুর নিধন শুরু করে সফল হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ : পুলিশের গুলি, পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০

শ্রীনগরে ইদুঁর নিধনে কৃষকের বন্ধু কয়র্কীত্তনের বাবুল শেখ 

আপডেট সময় ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেশিরভাগ জমির  উৎপাদিত ফসল এবং খাদ্য শস্য ধ্বংস করছে ইঁদুর। ক্ষতিকারক সেই ইঁদুর নিধন করে কৃষকদের পরম বন্ধু হয়ে উঠেছেন বাবুল শেখ নামে এক কৃষক। তার  কলা কৌশলের মাধ্যমে ইঁদুর নিধন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।  গত ১ বছরের তিনি পাঁচ শতাধিকের বেশী  ইঁদুর নিধন করেছেন। কৃষক বন্ধু বাবুল শেখ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কয়র্কীত্তন গ্রামের আক্তার শেখের ছেলে।

 বাবুল শেখ জানান, গত এক বছর পূর্বে তিনি বিদেশ থেকে ফেরত আসেন। দেশের আসার পর কি করবে ভেবে পাচ্ছিছিল না। এসময় তার বন্ধু টিপু বলে, বন্ধু আমার সাথে ধান চাষাবাদ কর। এর পর বন্ধুর সাথে ধান চাষাবাদ শুরু করেন তিনি। ধান চাসাবাদ শুরু করেন দেখেন ধানের বীজতলায় প্রচুর ইঁদুরে হালি ধান কেটে নষ্ট করে ফেলছে। তখন তিনি বাজার থেকে ইঁদুর মারা প্রায় ২৫ টি খাঁচা কিনে ক্রয় করেন এবং খাঁচার মধ্যে প্রতিদিন ৫০-৬০ টাকার কেক,বিস্কুট দিয়ে ধানের বীজতলায় কাঁচা পেতে রেখে ইঁদুর নিধন করেন আসছেন। এভাবে প্রায় পাঁচ শতাধিকের উপরে ইঁদুর নিধন করেছেন তিনি। প্রথম প্রথম ইঁদুরে লেজ কেকে রেখে দিতেন। পরে দেখেন লেজে পিঁপড়া ধরে এবং কাকে নিয়ে যায়। এর পর থেকে তিনি লেজ সংগ্রহ করা বন্ধ করে দেয়। বর্তমানে অন্যান্য কৃষকরা যেখানেই ইঁদুর দেখে সেখানে ইঁঁদুর নিধন করার জন্য

তাকে খবর দিচ্ছেন সে সেখানেই ছুটে যাচ্ছেন। ইঁদুরের কবল থেকে ফসল রক্ষার জন্য তিনি সব সময় কৃষকের পাশে থেকে কাজ করছেন।

 

জানা যায়, বাবুল শেখ মাঠ পর্যায়ের একজন আদর্শ কৃষক। তিনি মৌসুম অনুযায়ী সব সময় জমিতে নানা জাতের ধান আবাদ করছেন। কিন্তু তিনি দেখতে পান প্রতি বছর তারসহ অন্যান্য কৃষকের ফসল ইঁদুর কেটে নষ্ট করছে। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। চোখের সামনে ফসল কেটে ইঁদুর নষ্ট করে ক্ষতি করছে কিন্তু  কিছুই করতে পারছেন না। এরপর তিনি খাঁচা কিনে ইঁদুর নিধন শুরু করে সফল হন।