রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে তথ্য আইনের বাস্তবায়ন জরুরী শীর্ষক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ জুন) সকালে পৌরসভার স্কাই ভিউ কমিউনিটি সেন্টারে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাবড়িঝাড় উচ্চ বিদ্যালয় – পৌরশহরের অবস্থিত “এ আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ও বিতর্ক প্রতিযোগিতার মডারেটর আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রধান অতিথি হিসেবে উভয় স্কুলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন তথ্য অধিকার আইনের সফল ও যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের অধিকার সুনিশ্চিত করা হচ্ছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণের মানবাধিকার সমুন্নত রাখার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন রিইবের সহকারী পরিচালক রুহি নাজ ও রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। বিচারকের দায়িত্ব পালন নীলফামারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক নুরুল কবির, সহকারি শিক্ষক আঞ্জুয়ারা খাতুন ও মনিরুজ্জামান মনির। শিশিরবিন্দু ডিবেটিং সোসাইটির সহযোগিতায় রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিইব এর আয়োজনে প্রতিযোগিতায় দুইটি দল অংশগ্রহণ করে।
নীলফামারীতে তথ্য আইন বাস্তবায়নে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ওমর ফারুক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
- আপডেট সময় ০২:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- 105
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ