ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মটর ওয়ার্কাস ইউনিয়ন (১০৫৫) নির্বাচন : ফরিদপুরে অনিয়ম রেখেই নির্বাচনী তফসিল ঘোষণার অভিযোগ

দীর্ঘ দশ বছর পর আগামী ৭ই জুন ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন (১০৫৫) ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৭ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
একাধিক কর্মকর্তা ও সাধারণ সদস্যরা অভিযোগ করে বলেন, বতর্মান কমিটির অনেক নেতারা হিসাব নিকাশ না দিয়েই নির্বাচন করছে। সংগঠনের নিকট আর্থিক অনিয়ম করে দেনা আছে একাধিক কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছে বতর্মান সভাপতি জোবায়ের জাকির(প্রায় চার লক্ষ ), সাবেক কোষাধ্যক্ষ‍ ও সভাপতি পদ প্রার্থী নাজমুল হক তারা(প্রায় দশলক্ষ ), বতর্মান  কোষাধ্যক্ষ‍ সাহাদাৎ হোসেন (প্রায় অর্ধ কোটি ) টাকা।
তারা অভিযোগ করে আরো বলেন, এ আর্থিক অনিয়মের জন‍্য সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলু ফকির কে
প্রধান করে ৭ সদস‍্য বিশিষ্ট  একটি তদন্ত  কমিটি গঠন করা হয়েছিল কিন্তু বতর্মান সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসিরের হস্তক্ষেপে সেই  আয় ব‍্যয় এর হিসাব নিকাশ তদন্ত করতে পারে নাই বলে অভিযোগ সাধারণ শ্রমিকদের মধ্যে।
তবে এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও শ্রমিক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক  ফজলু ফকির জানান, বাসমালিক সমিতি নির্বাচন হয়েছে ২২ শে মে। এ কারনে দেরি হয়েছিল কিন্তু এখনতো হিসাব করার সময় নেই। আমাদের মটর ওয়ার্কাস (১০৫৫) নির্বাচনের তফসিল ঘোষণা করে দিয়েছে।
কোষাধক্ষ‍্য সাহাদাৎ টাকা অনিয়মের
বিষয়ে জানান,  আমি কোন দুর্নীতি
অনিয়ম এবং টাকা গড়মিল করি নাই। আমাকে হেয়প্রতিপন্ন করার জন‍্য মিথ্যাচার করছে। তিনি আরো বলেন, যারা আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে ডাহা মিথ্যাচার।
বতর্মান সভাপতি জোবায়ের জাকির
জানান, আমি  দীর্ঘ ধরে ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতির
দায়িত্ব পালন করে আসছি। হিসাব নিকাশে আমার নিকট টাকা পাইতে ও
পারে।যদি হিসাব নিকাশে আমার নিকট পাওনা থাকে আমি  নির্বাচনের পৃর্বে দিয়ে দিবো।
 সাবেক কোষাধক্ষ‍্য নাজমুল হক তারা জানান, আমি  গত ২০১০-২০১৪ সাল দীর্ঘ ৪ বছর কোষাধ্যক্ষ‍ের দায়িত্ব পালন করেছি। আমি সকল হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে নির্বাচন করেছি  আমি বতর্মানে যুগ্ম সাধারণ সম্পাদক এর
দায়িত্ব পালন করছি। সংগঠনে দেনা থেকে নির্বাচন করার কোন নিয়ম নাই। আমি দেনা থাকলে নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বাতিল করে দিতো।
তিনি আরো বলেন,  যে ব‍্যক্তিরা আমার
বিরুদ্ধে অভিযোগ করেছে তাহা মিথ্যা ও ভিত্তিহীন।  আমি এর তীব্র  নিন্দা জানাই।
অল্প সময় দিয়ে কেন নির্বাচন তফসিল ঘোষনা করা হয়েছে এ বিষয়ে  প্রধান নির্বাচন কমিশনার সন্তোষ কুমার সাহা জানান , সময় সল্পতার কারনে মটর ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচনে বেশি দিন সময় দিতে পারি নাই।
উল্লেখ্য, মটর ওয়ার্কাস ইউনিয়নের একাধিক সদস্যরা জানান,  নির্বাচনের পৃবে সরকারি ভাবে অডিট করে নির্বাচন দেওয়ার জন‍্য প্রশাসনের নিকট দাবি  এবং যাদের নিকট পাওনা আছে তাদের যেন নির্বাচনে অযোগ্য ঘোষনা করা হয়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুকুটিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

মটর ওয়ার্কাস ইউনিয়ন (১০৫৫) নির্বাচন : ফরিদপুরে অনিয়ম রেখেই নির্বাচনী তফসিল ঘোষণার অভিযোগ

আপডেট সময় ০৭:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
দীর্ঘ দশ বছর পর আগামী ৭ই জুন ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন (১০৫৫) ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৭ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
একাধিক কর্মকর্তা ও সাধারণ সদস্যরা অভিযোগ করে বলেন, বতর্মান কমিটির অনেক নেতারা হিসাব নিকাশ না দিয়েই নির্বাচন করছে। সংগঠনের নিকট আর্থিক অনিয়ম করে দেনা আছে একাধিক কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছে বতর্মান সভাপতি জোবায়ের জাকির(প্রায় চার লক্ষ ), সাবেক কোষাধ্যক্ষ‍ ও সভাপতি পদ প্রার্থী নাজমুল হক তারা(প্রায় দশলক্ষ ), বতর্মান  কোষাধ্যক্ষ‍ সাহাদাৎ হোসেন (প্রায় অর্ধ কোটি ) টাকা।
তারা অভিযোগ করে আরো বলেন, এ আর্থিক অনিয়মের জন‍্য সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলু ফকির কে
প্রধান করে ৭ সদস‍্য বিশিষ্ট  একটি তদন্ত  কমিটি গঠন করা হয়েছিল কিন্তু বতর্মান সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসিরের হস্তক্ষেপে সেই  আয় ব‍্যয় এর হিসাব নিকাশ তদন্ত করতে পারে নাই বলে অভিযোগ সাধারণ শ্রমিকদের মধ্যে।
তবে এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও শ্রমিক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক  ফজলু ফকির জানান, বাসমালিক সমিতি নির্বাচন হয়েছে ২২ শে মে। এ কারনে দেরি হয়েছিল কিন্তু এখনতো হিসাব করার সময় নেই। আমাদের মটর ওয়ার্কাস (১০৫৫) নির্বাচনের তফসিল ঘোষণা করে দিয়েছে।
কোষাধক্ষ‍্য সাহাদাৎ টাকা অনিয়মের
বিষয়ে জানান,  আমি কোন দুর্নীতি
অনিয়ম এবং টাকা গড়মিল করি নাই। আমাকে হেয়প্রতিপন্ন করার জন‍্য মিথ্যাচার করছে। তিনি আরো বলেন, যারা আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে ডাহা মিথ্যাচার।
বতর্মান সভাপতি জোবায়ের জাকির
জানান, আমি  দীর্ঘ ধরে ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতির
দায়িত্ব পালন করে আসছি। হিসাব নিকাশে আমার নিকট টাকা পাইতে ও
পারে।যদি হিসাব নিকাশে আমার নিকট পাওনা থাকে আমি  নির্বাচনের পৃর্বে দিয়ে দিবো।
 সাবেক কোষাধক্ষ‍্য নাজমুল হক তারা জানান, আমি  গত ২০১০-২০১৪ সাল দীর্ঘ ৪ বছর কোষাধ্যক্ষ‍ের দায়িত্ব পালন করেছি। আমি সকল হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে নির্বাচন করেছি  আমি বতর্মানে যুগ্ম সাধারণ সম্পাদক এর
দায়িত্ব পালন করছি। সংগঠনে দেনা থেকে নির্বাচন করার কোন নিয়ম নাই। আমি দেনা থাকলে নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বাতিল করে দিতো।
তিনি আরো বলেন,  যে ব‍্যক্তিরা আমার
বিরুদ্ধে অভিযোগ করেছে তাহা মিথ্যা ও ভিত্তিহীন।  আমি এর তীব্র  নিন্দা জানাই।
অল্প সময় দিয়ে কেন নির্বাচন তফসিল ঘোষনা করা হয়েছে এ বিষয়ে  প্রধান নির্বাচন কমিশনার সন্তোষ কুমার সাহা জানান , সময় সল্পতার কারনে মটর ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচনে বেশি দিন সময় দিতে পারি নাই।
উল্লেখ্য, মটর ওয়ার্কাস ইউনিয়নের একাধিক সদস্যরা জানান,  নির্বাচনের পৃবে সরকারি ভাবে অডিট করে নির্বাচন দেওয়ার জন‍্য প্রশাসনের নিকট দাবি  এবং যাদের নিকট পাওনা আছে তাদের যেন নির্বাচনে অযোগ্য ঘোষনা করা হয়।