ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের বিএনপির নবগঠিত ইউনিয়ন কমিটিকে বরণ করে নিয়েছেন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন।
২২ শে মে বুধবার বিকেলে ইউনিয়নের ঔষধবাড়ি সংলগ্ন ওয়াফদা রাস্তর উপর স্বপন মিয়াজী মার্কেটের সামনে জাক-জমকপূর্ণভাবে এ ভরণ অনুষ্ঠান অনুষ্ঠি হয়।বরণ অনুষ্ঠানে ইউনিয়নের নয়টি ওয়ার্ড হতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় দুই শতাধিক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত হয়ে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য; নতুন কমিটিতে সভাপতি হিসেবে সাবেক সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজীকে নির্বাচিত করা হয়। এবং সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমেদ শামীম পাটোয়ারীকে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিদ্দাকে নির্বাচিত করা হয়।
গত ২১শে মে (মঙ্গলবার) ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল হান্নানের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয় এবং নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিন স্বপন মিয়াজীর হাতে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির পরম তুলে দেন।