ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। বিরতিহীন ভাবে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহন নির্বিঘ্ন করতে উপজেলার কেন্দ্রে গুলোতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
মঙ্গরবার ( ২১ শে মে) সকালে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেয়ার পর সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। সকালে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
ফরিদপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াছিন কবির জানান, জেলার সালথা ও নগরকান্দা ২টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করার লক্ষ্যে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।
দুই উপজেলায় মোট ৪ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সালথা ৫০টি ও নগরকান্দা উপজেলায় ৬৫টি কেন্দে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৬শ ৬৫ জন।