বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর’র পিতা আব্দুল মজিদ জমাদ্দার বুধবার (১৫ মে, ২০২৪) সন্ধ্যা ৬টায় ঝালকাঠি শহরের মসজিদ বাড়ি সড়কের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ৭ কন্যা, নাতিনাতনি রেখে গেছেন।
আজ বুধবার এশার নামাজবাদ ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা এবং বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাযা সদর উপজেলার ছিলারিশ ঢালীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ রব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। -ছুম্মা আমিন