মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের মৃত মজিদ শেখের ছেলে মোঃ নজরুল শেখ (৪৫) গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও তাকে কোথাও খোজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে অজানা আতংক । গত (৫ মে) রাত সাড়ে ৮ টায় বয়রাগাদী ইউনিয়নের পাউলদিয়া এলাকা থেকে নিখোঁজ হন বলে তার পরিবার দাবি করেছেন।
নিখোঁজের ঘটনায় গত (১১ মে) নিখোঁজের স্ত্রী শাহিদা বেগম সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যাহার নং (৪৫৩)। এবিষয়ে নিখোঁজের স্ত্রী শাহিদা বেগম বলেন আমার স্বামী খোঁজার জন্য বহু যায়গায় গিয়েছি কোথায়ও পাইনা। আমার স্বামী কে না পাইলে চার সন্তান নিয়ে আমি কোথায় যাবো। সিরাজদিখান থানার এসআই মনোয়ার হোসেন বলেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এ বিষয়ে আমরা তৎপর রয়েছে।