নিজের রক্ত দিয়ে হলেও কেরানীগঞ্জবাসীর ৮ তারিখে প্রতিটি ভোটের প্রতিদান দেবো। রক্ত দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করব। অসমাপ্ত উন্নয়ন কাজ, সমাপ্ত করার জন্য দল মত নির্বিশেষে আমাকে জয় যুক্ত করবেন। আমি নির্বাচিত হয়ে গ্রীন ক্লিন স্মার্ট কেরানীগঞ্জ গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ।
। আজ ( ৪ঠা মে) শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায়
প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলার তিনবারের উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ বলেন, একজন জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগনের সেবা করা, বিপদে আপদে জনগনের পাশে থাকা। আমি ১৫ বছর ঠিক তাই করছি। আমি কেরানীগঞ্জবাসীর পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। কেরানীগঞ্জে এমন কোনো এলাকা নেই উন্নয়ন করা হয়নি। কেরানীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে আবারও আমাকে ভোট দিয়ে জনগণ জয়যুক্ত করবেন বলে আশাবাদী। ।
বিকাল ৪ টার পর থেকে মুখরিত হয় জনসভার আমবাগিচার মাঠ,মাঠের আনাচে-কানাচে জনগনে জনসমুদ্রে পরিণত হয়।প্রতিটি ইউনিয়নের এবং ওয়ার্ড থেকে আনারস মার্কার সমার্থকরা মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, কেরানীগঞ্জ উপজেলার তারুণ্য নির্ভর শক্তির বাতিঘর শাহীন আহমেদ এর বিকল্প শুধুমাত্র শাহীন আহমেদ এমনটাই করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি আকাশচুম্বী জনপ্রিয় এক নেতা, তাঁকে কর্মীগড়ার কারিগর হিসেবে দেখেন নেতাকর্মীরা। সুতরাং কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষ শাহীন আহমেদকে তাঁদের প্রয়োজনেই আবারও ভোট দেওয়ার জন্য অধীর উপেক্ষায় রয়েছে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসমা আক্তার (রেশমা জামান) সহ অন্যান্য নেতাকর্মীরা।