সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ  

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
জেলার সীমান্তবর্তী কলমাকান্দায় অভিযান পরিচালনা করে ১০,৭০,০০০/- (দশ লাখ সত্তুর হাজার) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি)  রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন, বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার খারনৈই এলাকায় রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ খারনৈই বিওপি হতে ১৫ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় রাত আনুমানিক রাত ১১ টায় কিছু সংখ্যক লোক ভারত হতে গাইট মাথায় করে ভারতের মেইন পিলার ১১৭৭ এর নিকট দিয়ে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৬নং খারনৈই ইউনিয়নের গোপালবাড়ী নামক এলাকায় প্রবেশ করে।
বিজিবি টহল দল তাদেরকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে তারা মাথার গাইট ফেলে দৌড়ে  ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। টহল দলটি তাৎক্ষণিক উক্ত স্থান থেকে ০৯টি গাইট উদ্ধার করে বিওপিতে নিয়ে আসে।
পরবর্তীতে উক্ত গাইট থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ৫২০ পিস শাড়ী এবং ৫৮ পিস লেহেঙ্গা পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য ১০,৭০,০০০/- টাকা।
জব্দকৃত চোরাচালানীর মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।