ঢাকা-মাওয়া মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে আহত- ৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
 শনিবার ভোর পৌণে ৫ টার দিকে
 উপজেলার ছনবাড়ী বেজগাঁও বাসস্ট্যান্ডের মহাসড়কে মাঝামাঝি  এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহতরা হলেন- শ্রীনগর উপজেলার পাটাভোগের আসমান (২২), সবজির ট্রাকের হেলপার যশোরের আহাদুজ্জামান (৩৫) ও একই এলাকার চালক সুমন হোসেন (৩০)।
শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, ঢাকাগামী একটি সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯ ১২৫২) অপর ট্রাকের (চুয়াডাঙ্গা ট-১১ ০৯২১) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চুয়াডাঙ্গার ট্রাকটি সড়কে উল্টে ৩ জন আহন হন। আমারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটাই আমাদের থানায় আটক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।