নিজস্ব প্রতিবেদক :
সাভারের আমিনবাজারে সামাজিক অনুষ্ঠান ও জমায়েতের উপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বর-কনে পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার র্যাব-৪ এর নেতৃত্বে আমিন বাজারের সালেহপুর এলাকায় এ অভিযান চলে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, আমিনবাজারের সালেহপুর এলাকায় বিয়ের খবর পেয়ে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষের ৮ জনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ##